।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
নিলামে ওঠা এযাবতকালের সবচেয়ে বড় রুবি পাথরটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্রি হয়েছে। ৩৪.৮ মিলিয়ন মার্কিন ডলার বা যা বাংলাদেশি মুদ্রায় (১০৮ টাকা ধরে) ৩৭৬ কোটি ৬৯ লাখেরও বেশি টাকায় বিক্রি হয় মোজাম্বিকের খনিতে পাওয়া রত্ন পাথরটি। এর নাম রাখা হয় ইসত্রেলা ডি ফিউরা।
৫৫.২২ ক্যারেট ওজনের এই মহা মূল্যবান রুবি ৮ জুন নিউ ইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলের নিলামে ওঠে। গত বছর রুবিটি যখন পাওয়া যায় তখন এর ওজন ছিল ১০১ ক্যারেট। পালিশ করা রুবির ওজন পাঁচ ক্যারেটের বেশি হওয়া বেশ অস্বাভাবিক।
গত বছর জুলাই মাসে মোজাম্বিকের মন্টেপিউজ খনি থেকে রুবিটি উত্তোলন করে ফুরা জেমস কোম্পানি। এর প্রধান কুইগ ব্রানিং প্রথম এটি দেখে অবাক হয়েছিলেন। তিনি বলেন, ‘এর নজিরবিহীর আকার, তীব্র রঙ এবং স্বচ্ছতার বিরল মাত্রার কারণে রুবিটি রেকর্ডভাঙা দাম প্রত্যাশা করে, বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে প্রবাদপ্রতীম রত্নের তালিকায় যুক্ত হলো।’
মোজাম্বিকের রুবি খনিটি কাবো ডেলগাডো প্রদেশের মন্টেপিউজ এলাকায় অবস্থিত। গত কয়েক বছর এই অঞ্চলে ইসলামি জঙ্গিদের তৎপরতা বেড়েছে। অঞ্চলটি দেশটির অন্যতম দরিদ্র এলাকা। তবে ব্যাপক পরিমাণ প্রাকৃতিক খনি রয়েছে এখানে।
বিশ্লেষকরা বলছে, স্থানীয় কর্মসংস্থানের অভাবের সুযোগকে কাজে লাগিয়ে ২০১৭ সালে ওই অঞ্চলে বিদ্রোহী তৎপরতা শুরু হয়।
ইডে/কেএইচ/তারিখ:১০০৬২৩/১২;১০