আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ম্যাজিউজকে বাদ দিয়ে শ্রীলংকার ১৫ সদস্যের দল ঘোষণা

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৯ জুন ২০২৩ @ ০৭:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুন ২০২৩@০৭:৩৬ অপরাহ্ণ
ম্যাজিউজকে বাদ দিয়ে শ্রীলংকার ১৫ সদস্যের দল ঘোষণা

।।স্পোর্টস ডেস্ক।।

চলতি মাসের শেষভাগে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে যাবে শ্রীলংকান টিম। টুর্নামেন্ট উপলক্ষে দাসুন শানাকার নেতৃত্বে ১৫সদস্যের দল ঘোষণা করেছেন লংকান বোর্ড। কিন্তু দলে জায়গা হয়নি অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজের।

দুই বছর পর চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছিলেন ম্যাথিউজ। এই ডাকে তার মনে আশা জেগেছিল, হয়তো ভারত বিশ্বকাপে দলে জায়গা হতে পারে তার। তবে প্রত্যাবর্তনের পরের তিন ইনিংসে ম্যাথিউজের রান যথাক্রমে ১৮, ০ এবং ১২। এমন খারাপ পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ দেওয়া হলো তাকে।

শ্রীলংকার ঘোষিত এই দলে ব্যাটিং বিভাগে দাসুন শানাকার নেতৃত্বে আছেন কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জায়া ডি সিলভা এবং সামারাবিক্রামা। অলরাউন্ডারের কোটায় আছেন চামিকা করুনারত্নে, শানাকা এবং লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। স্পিন বিভাগের নেতৃত্বও হাসারাঙ্গাার হাতেই। যেখানে আরও আছেন মহেশ থিকসাান এবং দুশান হেমন্ত। চোটাক্রান্ত হাসারাঙ্গার জায়গায় সদ্য সমাপ্ত আফগান সিরিজের প্রথম ওয়ানডেতে সুযোগ মিলেছিল হেমন্তর। যদিও হাসারাঙ্গা একাদশে ফেরায় আর সুযোগ মেলেনি হেমন্তর। তবে বিকল্প চিন্তায় তাকে দলে রাখা হয়েছে। তাছাড়া ঘরোয়া লীগেও দুরন্ত পারফরম্যান্স হেমন্তর।

সাম্প্রতিক সময়ে শ্রীলংকার সাফল্যে পেসারদের অবদান সবচেয়ে বেশি। পেস বিভাগে নেতৃত্বে থাকবেন দুশমন্থ চামিরা। আফগানিস্তান সিরিজে দারুণ বল করে সিরিজ সেরার মুকুট পরেন তিনি। তবে ইনজুরি চোখ রাঙাচ্ছে তাকে। আরেক গতিময় পেসার লাহিরু কুমারাও ইনজুরিপ্রবণ। দলে রাখা হয়েছে আইপিএলে চমক দেখানো মাথিশা পাথিরানাকেও। এই তিন গতিময় পেসারের পাশাপাশি রাখা হয়েছে সুইংয়ে বৈচিত্র্য আনতে সক্ষম কাসুন রাজিথাকে।

শ্রীলঙ্কা দলে আছেন- দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, চরিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্ত, ওয়ানিন্দু হাসরাঙ্গা, লাহিরু কুমারা, চামিকা কারুনারাত্নে, মাথিশা পাথিরানা এবং মহেশ থিকশানা।

সড/এসআর/০৯০৬২৩/১৯:৩৪

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights