আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সাইলেন্ট মোবাইল হারিয়ে, খুঁজে না পেলে কি করবেন?

  • In তথ্যপ্রযুক্তি
  • পোস্ট টাইমঃ ৯ জুন ২০২৩ @ ১০:২৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুন ২০২৩@১০:২৪ পূর্বাহ্ণ
সাইলেন্ট মোবাইল হারিয়ে, খুঁজে না পেলে কি করবেন?

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

বর্তমান সময়ে আমাদের প্রত্যহিক জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মোবাইল ফোন। কারণে অকারণে আমরা এটা বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় ফেলে রাখি। কিন্তু এই ব্যবহৃত মোবাইলটি যদি সাইলেন্ট অবস্থায় হারিয়ে যায়। খুঁজে পাচ্ছেন না কোথাও। এমন ঘটনা প্রায়ই আমাদের সঙ্গে হয়ে থাকে। ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে ফোন খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে।

সাইলেন্ট করা মোবাইল হারিয়ে ফেললে কীভাবে তা খুঁজে পাবেনঃ

১. প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।

২. সেখানে সার্চ বারে লিখুন “ফাইন্ড মাই ফোন”।

৩. তারপর আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

৪. নিজের মোবাইলের লোকেশন দেখাবে গুগল-এ।

৫. এরপর আপনার সামনে অপশন আসবে- যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।

৬. এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করে অন করুন।

৭. আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বের করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে। এবার সেই আওয়াজ অনুসরণ করে আপনার ফোনটিকে খুঁজে বের করুন।

বিষয়টি খুব মজার ও দারুন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights