আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৯ জুন ২০২৩ @ ১০:২১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুন ২০২৩@১০:২১ পূর্বাহ্ণ
আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

।।বিশেষ প্রতিনিধি।।

আজ বিশ্ব আ্যাক্রেডিটেশন দিব। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে (৯জুন) বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস পালিত হচ্ছে।

অ্যাক্রেডিটেশন, নির্মাণ এবং নির্মিত পরিবেশে আস্থা প্রকাশ- এই প্রতিপাদকে সামনে রেখে যথাযথ কর্মসূচির আয়োজনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড জাতীয় মান অবকাঠামো ও সাযুজ্য নিরুপণ পদ্ধতি প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদানের পাশাপাশি দেশীয় পণ্য ও সেবার মনোন্নয়ন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আন্তর্জাতিক মান, নির্মাণ ও নির্মিত পরিবেশে আস্থা প্রকাশ গাইডলাইন অনুযায়ী কাজ করে যাচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার পৃথক বাণী প্রদান করেছেন। এছাড়া শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও এ উপলক্ষ্যে আজ এক বাণী প্রদান করেছেন।

এছাড়াও ইন্টারন্যাশনাল ল্যাবরেটরী অ্যাক্রেডিটেশন কোঅপারেশন (আইএলএসি) ও ইন্টারন্যাশনাল এ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবসের তাৎপর্য তুলে ধরে যৌথ বিবৃতি দিয়েছে। অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর মতিঝিলস্থ ঢাকা চেম্বার মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া।

বিএবি আন্তর্জাতিক মান এবং গাইডলাইন অনুসারে বিভিন্ন পরীক্ষাগার, সনদপ্রদানকারী সংস্থা, পরিদর্শন সংস্থা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদান করে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights