আজ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গায়ক ও সুরকার ফারদিন খানের এগিয়ে চলা

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৮ জুন ২০২৩ @ ০৫:৩৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুন ২০২৩@০৭:৫৯ অপরাহ্ণ
গায়ক ও সুরকার ফারদিন খানের এগিয়ে চলা

যাযাবর পলাশ
।।বিনোদন ডেক্স।।

ফারদিন খান। এই প্রজন্মের আলোচিত সুরকার এবং কণ্ঠশিল্পী তিনি। খুব অল্প সময়ের মধ্যেই মিডিয়া ইন্ডাস্ট্রিতে শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন প্রতিভাবান এই তরুন।

ফারদিন খানের জন্ম জামালপুর জেলার মাদারগঞ্জ থানায়। গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন সেই ছেলেবেলা থেকে। এলাকায় যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি ছুটে যেতেন। মঞ্চে উঠে একটা গান গাওয়ার জন্য যাকে তাকে অনুরোধ করতেন। বেশিরভাগ সময়ই সুযোগ না পেয়েই বাড়িতে ফিরতে হয়েছে তাকে৷ ফারদিন খান একজন শিল্পী হোক তা পরিবার থেকেও কেউ চায়নি এবং কোন সমর্থন ছিলো না। এমনকি গান গাওয়ার জন্য বাসা থেকে তাকে বের করেও দেয়া হয়েছিল। কিন্তু গানের প্রতি এমন অত্যাধিক টান অনুভব করেই একসময় ছেলের পাশে দাঁড়ান তার বাবা-মা। নিজের এলাকায় শিল্পী হিসেবে কেউ মূল্যায়ন করুক আর না করুক নিজের স্বপ্ন থেকে একচুল নড়েননি ফারদিন খান। এই স্বপ্ন পকেটে নিয়েই একদিন ঘর ছেড়ে পা বাড়ান ঢাকায়। আর নিজের প্রতিভা দিয়েই ২০২০ সালে সঙ্গীত জগতে জায়গা করে নেন তিনি। এরপর ২০২১ এ এসে গান গাওয়ার পাশাপাশি সুরকার হিসেবেও যাত্রা শুরু করেন ফারদিন খান। তারপর থেকে শুধু এগিয়ে যাওয়ার পালা।

“আজ আমার মন ভালো নেই”, ” নীড়হারা পাখি”, “ও পরীর মা”, “প্রেম বাজার” সহ ফারদিন খানের কণ্ঠে এ পর্যন্ত প্রায় ২০০ টির মতো মৌলিক গান প্রকাশ পেয়েছে। এছাড়াও তার সুরে মনির খান, সালমা, ডলি সায়ন্তনী, ইমন খান, বাউল সুকুমার সহ বিভিন্ন শিল্পীর কণ্ঠে অন্তত তিন শতাধিক গান বাজারে এসেছে। বর্তমানে ফারদিন খানের সুরে প্রায় ৪০ টির মতো নতুন গানের কাজ চলছে। যে গানগুলো নিজের কণ্ঠে সহ এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের কণ্ঠে যাবে বলে জানালেন তিনি। সঙ্গীত জগতে নিজের পথচলা প্রসঙ্গে ফারদিন খান জানান, আমি গানপাগল মানুষ। গানের মাঝেই ডুবে থাকতে চাই। সবাইকে অনুরোধ করবো, ভাইরাল কন্টেন্টে গা না ভাসিয়ে আপনারা ভালো গানের পাশে থাকুন, ভালো কথা, সুর এবং কণ্ঠশিল্পীর পাশে থাকুন

যাপ/কেএইচ/০৮০৬২৩/১৭;৩৮

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights