আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মর্যাদা ক্ষুন্ন হওয়ার মতো কোনো অন্যায় করিনি : প্রধানমন্ত্রী

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ৮ জুন ২০২৩ @ ১১:১০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুন ২০২৩@১১:১০ পূর্বাহ্ণ
মর্যাদা ক্ষুন্ন হওয়ার মতো কোনো অন্যায় করিনি : প্রধানমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের মর্যাদা ক্ষুন্ন করার মতো কোনো অন্যায় তিনি কখনোই করেননি। গতকাল বুধবার জাতীয় সংসদে পদ্মা সেতু ইস্যুতে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।

জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক ঋণদাতা বিশ্বব্যাংক (ডব্লিউবি) ‘বিশ্বব্যাংক বুঝতে পেরেছে যে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।’ শেখ হাসিনা জানান, বিশ্বব্যাংকের সদর দপ্তরে আলোচনার সময় তিনি আরো একবার বিশ্বব্যাংকের উদ্দেশ্যমূলক পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনার বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করেছিলেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিনের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে (মে পর্যন্ত) মজুদকৃত খাদ্যশস্যের পরিমাণ ১৬.২৭ লাখ মেট্রিক টন। এর মধ্যে চাল ১২.২৫ লাখ, গম ৩.৯৬ লাখ এবং ধান রয়েছে ৯ হাজার মেট্রিক টন। দেশে সর্বোচ্চ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি অর্থ বছরে চাল ও গম আমদানি হওয়ার কথাও সংসদে জানান প্রধানমন্ত্রী।

জাপা সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাদ পড়ার ফলে বাংলাদেশ ২০২৬ সালের পর, ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা হারাবে। এতে ভারতে রপ্তানিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কার কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এটি বিবেচনায় নিয়ে ভারতের সাথে ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনার পর্যায়ে থাকা এই চুক্তি সই হলে রপ্তানির পরিমাণ ১৯০ শতাংশ এবং জিডিপি ১.৭২ শতাংশ বাড়তে পারে বলে জানান তিনি।

আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখ কর্মরত প্রবাসী রয়েছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights