সুদীপ্ত মিস্ত্রী
পাইকগাছা প্রতিনিধি।।
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর তথা একজন আদর্শ শিক্ষকই পারে একটি সুন্দর সমাজ বা আদর্শ দেশ উপহার দিতে। কিন্তু সেই শিক্ষকই যদি কখনো কারো হাতে লাঞ্ছিত হয় তখন বুঝতে হয় সমাজ অধঃপতনের দিকে। শিক্ষককে কান ধরে লাঞ্চিত করার ঘটনাটি ঘটেছে পাইকগাছা রাগুলী ইউনিয়নের ভুবন মোহিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর।
পাইকগাছা রাগুলী ইউনিয়নের ভূবন মোহনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র ঘোষের উপর শারীরিকভাবে লাঞ্ছিত ও কান ধরে চেয়ার থেকে উঠিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় গত সোমবার। একজন প্রভাবশালী নেতা ও ওই স্কুলের সভাপতি এই অমানবিক কাজটি করেন।
ঘটনা সূত্রে জানা যায়- উপজেলার ভুবনমোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষকে বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাস শিক্ষক-কর্মচারী পদে নিয়োগ দেওয়ার জন্য সভা আহ্বান করতে বলে আসছেন। কিন্তু দেওয়ানি আদালতে কমিটি সংক্রান্তে মামলা চলমান থাকায় তিনি সভা আহ্বান করতে অসম্মতি জানিয়ে আসছেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে সোমবার সভাপতি কয়েক যুবককে নিয়ে বিদ্যালয়ে পুনরায় সভা আহ্বানের কথা বললে প্রধান শিক্ষক ইউএনও ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত জানাবেন বলে জানান।
একথা বলার পর সভাপতি বলেন, আমি যেভাবে বলব সেভাবে কাজ করতে হবে, না হলে চাকরি ছেড়ে দেন। এ সময় রেজুলেশন খাতা ও নোটিশ বহি চাইলে তা না দেওয়ায় প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষকে কান ধরে চেয়ার থেকে উঠিয়ে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন
এই অমানবিক নির্যাতনের ঘটনায় ৭ই জুন বুধবার বিকালে বাংলাদেশ শিক্ষক সমিতি পাইকগাছা উপজেলা শাখার মৌন শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দররা বিচার ও প্রতিকারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সুবিচার দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন- অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি সবাইকে সুবিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।।
সুমি/কেএইচ/০৭০৬২৩/২২:৪৩