আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জাতিসংঘের হস্তক্ষেপের মতো কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি: ওবায়দুল কাদের

  • In জাতীয়, রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৭ জুন ২০২৩ @ ০৬:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুন ২০২৩@০৬:৫৩ অপরাহ্ণ
জাতিসংঘের হস্তক্ষেপের মতো কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি: ওবায়দুল কাদের

।।নিজস্ব প্রতিবেদক ।।
‘আমাদের দেশে আমরা আলোচনা করব আমাদের নিজেদের সমস্যা নিয়ে। প্রয়োজন হলে নিজেরাই সমাধান করব। এখানে জাতিসংঘের মধ্যস্ততা বা হস্তক্ষেপের প্রয়োজন আছে-এমন রাজনৈতিক সংকট দেশে তৈরি হয়নি’; বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলের সাথে আলোচনার কোন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
ওবায়দুল কাদের বলেন, সংকটের সমাধান হলো আমাদের সংবিধান। সংবিধানই যদি কোন দেশে সমাধান না দিতে পারে তাহলে সেদেশে গণতন্ত্র হবে কি করে!
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শাজাহান খান, কাজী জাফর উল্ল্যাহ, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

নিপ্র/কেএইচ/০৭০৬২৩/১৮;৫১

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights