#পতিতা——–
_________ইসমাইল আশরাফ—–
বাবার বয়সী লোকটা
ধর্ষণ করে আমায়,
ভাইয়ের বয়সী ছেলেটা
হাত ঢুকিয়েছে জামা’য়,
ছেলের বয়সী কিশোর
সে’ও পাজামা’টা নামায়,
কারো সাধ্য নাই
ওদের একটু থামায়।।
আমি থাকি চুপচাপ-
নীরবে করি কষ্ট বরণ,
ওদের অত্যাচার খাবলিয়ে খায়
কখনো ধরি চরণ,
লাল লিপস্টিকে রক্ত ঝরে
বিধি- দাওনা কেন মরণ।।
হাসি মুখে সুখ দেই
বুঝিনা মিঠা না তিঁতা,
পরিচয় যে একটাই আমার
সমাজের চোখে পতিতা,
রাম চেয়েও পাইনি আমি
রাবণ পেয়েছে সীতা।।
আচ্ছা—
পুরুষ ছাড়া কি করে পতিতা হয়,
সমাজের চোখে কেন পুরুষ- দোষী নয়!!!
ওরা তো বুক ফুলিয়ে চলে,
আমাকে কেন তবে–
ওরাই পতিতা বলে???
____________________ঢাকা–