।।বিশেষ প্রতিনিধি।।
দলীয় দলীয় আচরণ বিরোধী লংঘন করায় বিএনপি ক্রমাগত একের পর এক বিভাগে নেতাকর্মীদের আজীবন বহিষ্কার করছে।
খুলনা ও বরিশালের পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় বর্তমান ও সাবেক ৪৩নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারের কথা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়।
বহিষ্কার নেতাকর্মীদের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া যুবদলের এক মেয়র প্রার্থী, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চারজন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন- সিলেটে সিটি নির্বাচনে প্রার্থী হওয়া ৪৩জনকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন- দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় ৪১নেতাকর্মীকে প্রথমে দল থেকে শোকজ করা হয়। কিন্তু তারা শোকজের কোনো জবাব দেননি। এরপর কেন্দ্রে আরও দুজনের নাম পাঠানো হয়। সব মিলিয়ে নির্বাচনে অংশ নেওয়া সিলেটের ৪৩নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশে বলা হয়েছে- সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আপনি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করার কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়। তাই আপনার নির্বাচন করার সিদ্ধান্ত গত ১৫বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে করা গুম, খুন ও সরকারি পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছে এমন পরিবারসহ গণতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা। দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়।
নিপ্র/কেএইচ/তারিখঃ ০৬০৬২৩/১১;৪৫