।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
মার্কিন দৌড়বিদ জিম হিনস ৭৬ বছর বয়সে মারা গেছেন। একশ মিটার দূরত্ব ১০ সেকেন্ডের কম সময়ে দৌড়ানো প্রথম মানব তিনি। ১৯৬৮ সালে মার্কিন চ্যাম্পিয়নশিপে ৯.৯ সেকেন্ড সময় নিয়ে ওই রেকর্ড গড়েন। হাতঘড়িতে ওই সময় পরিমাপ হয়েছিল।
তবে কয়েক দিনের মধ্যে অলিম্পিকে স্বর্ণপদক জেতার পথে নিজের সেই রেকর্ডও ভেঙে দেন জিম হিনস। মেক্সিকো সিটির ওই প্রতিযোগিতায় ইলেক্ট্রনিক ঘড়িতে দেখা সময়ে তিনি ৯.৯৫ সেকেন্ড সময় নেন।
প্রায় ১৫ বছর অক্ষুন্ন ছিল জিম হিনসের রেকর্ড। ১৯৮৩ সালে ক্যালভিন স্মিথ ৯.৯৩ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে হিনসের রেকর্ড ভেঙে দেন। ১১০ বছর আগে আন্তর্জাতিক সৌখিন অ্যাথলেটিক ফাউন্ডেশন রেকর্ড রাখা শুরু করার পর পুরুষের একশ মিটার দৌড়ের রেকর্ড সবচেয়ে দীর্ঘ সময় টিকে ছিল হিনসের রেকর্ড।
ওয়ার্ল্ড অ্যাথলিটিক্সের এক বিবৃতিতে জিম হিনসের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। এই খবরে তারা গভীর মর্মাহত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। মার্কিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিবৃতিতে বলা হয়েছে, খেলাটি একজন লিজেন্ডকে হারালো।
জিম হিনসের জন্ম ১৯৪৬ সালে আরকানসাস অঙ্গরাজ্যে। তবে বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। অল্পবয়সেই খেলাধূলা, মূলত বেসবলে আগ্রহী হয়ে ওঠেন তিনি। তবে টিনেজার বয়সেই দৌড়ে দক্ষতা দেখাতে শুরু করেন। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে প্রতিযোগিতা শুরুর আগে তিনি টেক্সা সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের হয়ে দৌড়ে অংশ নেন।
মেক্সিকো অলিম্পিকে ১০০ মিটারে স্বর্ণ জেতার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের স্বর্ণজয়ী ৪ x ১০০মিটার রিলে দৌড় দলের অংশ ছিলেন। অলিম্পিকের কিছুদিনের মধ্যে দৌড় ছেড়ে দেন। পরে তিনবছর তিনি এনএফএল লিগে মিয়ামি ডলফিনস এবং কানসাস সিটি শেফসের হয়ে অংশ নেন।
ইডে/কেএইচ/তারিখ:০৫০৬২৩/১১:০০