।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ভারতের ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২৭৮ জনের মধ্যে গত সোমবার পর্যন্ত ১০১ জনের মরদেহ শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওই ঘটনায় সহস্রাধিক মানুষ আহত হন। ভারতের পূর্বাঞ্চলীয় রেলে আঞ্চলিক ব্যবস্থাপক রিকেশ রায় জানান, সোমবার বিভিন্ন হাসপাতালে প্রায় দুইশ মানুষ চিকিৎসাধীন রয়েছেন।
রিকেশ রায় জানান, দুর্ঘটনায় প্রায় ১১০০ মানুষ আহত হয়। এরমধ্যে প্রায় নয়শ জন চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন। রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রায় দুইশ জন চিকিৎসা নিচ্ছেন।
ওড়িষ্যার বালাসোরে দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেনের ওই সংঘর্ষের পর এসব হতাহতের ঘটনা ঘটে। ভুবনেশ্বর পৌর করপোরেশনের কমিশনার বিজয় অমৃত কুলাঞ্জি জানান, ভুবনেশ্বরে থাকা ১৯৩ মরদেহেরে মধ্যে ৮০ জন শনাক্ত হয়েছে। ৫৫ জনের মরদেহ স্বজনদের দেয়া হয়েছে। মরদেহ শনাক্ত করে তা বুঝিয়ে দেয়ার কাজ চলছে।
গত শনিবার ওই দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের নেতৃত্বও দেন তিনি।
ইডে/এসআর/তারিখ:০৫০৬২৩/১০:৪৪