আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এবার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার ক্লাস বন্ধ

  • In শিক্ষা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ জুন ২০২৩ @ ০৮:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুন ২০২৩@০৮:৩০ অপরাহ্ণ
এবার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার ক্লাস বন্ধ

।।নিজস্ব প্রতিবেদক।।

তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস আগামীকাল ৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার গরমের জন্য সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও ৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে এবং শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্য যেকোনো কাজ থেকে বিরত থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আরও কিছু নির্দেশনা দিয়েছে।

সেগুলো হলো: শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে। শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে। এবং শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

নিপ্র/কেএইচ/তারিখ:০৫০৬২৩/২০:২৩

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights