আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লুট হওয়া ৭৫০ নির্দশন ফিরলো ইতালিতে

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৫ জুন ২০২৩ @ ১১:৫৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুন ২০২৩@১১:৫৯ পূর্বাহ্ণ
লুট হওয়া ৭৫০ নির্দশন ফিরলো ইতালিতে

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

কুখ্যাত ব্রিটিশ পূরাকীর্তী ব্যবসায়ী রবিন সাইমসের কাছ থেকে লুট হওয়া প্রায় ৭৫০ প্রত্ননিদর্শন উদ্ধার করেছে ইতালি। কয়েক দশকের চেষ্টার পর এগুলো ফিরে পাওয়া গেছে বলে বুধবার জানিয়েছে দেশটির পুলিশ।
ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব নিদর্শনের মূল্য প্রায় ১২ মিলিয়ন ইউরো। ফিরে পাওয়া এসব নিদর্শন রোমের কাসেল সেন্ট অ্যাঙ্গোলা যাদুঘরে প্রদর্শিত হবে।

ইতালির ফিরে পাওয়া নিদর্শনের মধ্যে রয়েছে রোমান যুগের ব্রোঞ্জের তেপায়া টেবিল, ঘোড়ার মাথায় পরানো সামগ্রিসহ নানা চিত্রকর্ম। এছাড়া স্বর্ণ, রুপা, ব্রোঞ্জ, হাড় ও কাঠের নানা মূল্যবান নিদর্শনও আছে।

রবিন সাইমস বিশ্বের মর্যাদাবান যাদুঘরগুলোর কাছে মূল্যবান নিদর্শন বিক্রি করে থাকেন। ২০১৬ সালে সুইসজারল্যান্ডে তার ভাড়া করা এক গুদামে অভিযান চালানোর পর থেকে বিপদ বাড়তে থাকে তার। ৮০’র কোটায় থাকা এই পূরাকীর্তী ব্যবসায়ী গত কয়েক বছর ধরেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন না।

ইতালির পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে থাকা আরও ৭১টি নিদর্শন আগামী কয়েক দিনের মধ্যে ফিরিয়ে আনা হবে।

ইডে/এসআর/তারিখ:০৫০৬২৩/১১:৫৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights