।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর এক ঘাঁটিতে জঙ্গিগোষ্ঠী আল- শাবাবের চালানো হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হওয়ার খবর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি জানান, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১৩০ কিলোমিটার দূরের বুলামারের ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
জঙ্গিগোষ্ঠীটি দাবি করেছে, গত ২৬ মে ওই ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানো হলে ১৩৭ সেনা নিহত হয়। ইয়োয়েরি মুসেভেনি জানান উগান্ডার পিপলস ডিফেন্স ফোর্স ঘাঁটিটি পুনরায় দখলে নিতে সক্ষম হয়েছে।
উগান্ডার প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সৈন্যরা অসাধারণ ধৈয্য প্রদর্শন করেছে এবং নিজেদের পুনর্গঠিত করেছে, এর ফলে মঙ্গলবারের মধ্যে ঘাঁটি পুনরুদ্ধার করা হয়েছে।
গত সপ্তাহে মুসাভেনি ওই হামলায় উগান্ডার ক্ষয়ক্ষতির কথা জানান। তবে ওই সময় বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের ট্রানজিশন মিশনে দায়িত্ব পালন করছিলেন ওই ঘাঁটিতে থাকা সেনারা।
সোমালিয়া সরকারকে উৎখাত করতে ২০০৬ সাল থেকেই লড়াই করছেেআল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী আল শাবাব। তারা সেখানে নিজেদের মতাদর্শ বাস্তবায়ন করতে চায়। ২০২২ সাল থেকে আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়া সরকারকে সহায়তা দিচ্ছে আফ্রিকান ইউনিয়নের ২২ হাজার সেনা।
ইডে/এসআর/তারিখ:০৪০৬২৩/১২:৪৬