আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এরদোয়ানের মন্ত্রিসভা গঠন, পররাষ্ট্রমন্ত্রী হলেন গোয়েন্দা প্রধান

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৪ জুন ২০২৩ @ ১২:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুন ২০২৩@১২:২৭ অপরাহ্ণ
এরদোয়ানের মন্ত্রিসভা গঠন, পররাষ্ট্রমন্ত্রী হলেন গোয়েন্দা প্রধান

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান তার নতুন মেয়াদের জন্য মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন। এতে রাজস্ব ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ মেহমেত সিমসেক। এছাড়া নিজের গোয়েন্দা প্রধান হাকান ফিদানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন এরদোয়ান।

টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত শনিবার শপথ নেন এরদোয়ান। এই মেয়াদে পুরনো প্রায় সব মন্ত্রী বাদ পড়েছেন। কেবল স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অপরিবর্তিত রেখেছেন তিনি।
অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া সিমসেক বিনিয়োগকারীদের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি। ২০০৯ সাল থেকে ২০১৫ সালের মধ্যে অর্থমন্ত্রী এবং ২০১৮ সাল পর্যন্ত অর্থনীতির দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় মেহমেত সিমসেককে বিনিয়োগকারীরা অত্যন্ত সম্মান করতেন। তবে ২০১৮ সালে তুরস্কের মুদ্রা লিরা ধারাবাহিক বিপর্যয়ের মুখে পড়লে সেই বছর পদত্যাগ করেছিলেন তিনি।

সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করে আসলেও নতুন দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা প্রধান হাকান ফিদান। এরদোয়ানের এই ঘনিষ্ঠ সহযোগি ২০১০ সাল থেকে ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এমআইটি) প্রধান ছিলেন। এর আগে এরদোয়ানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ছিলেন তিনি।
নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ইয়াসার গুলার। তিনি বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের স্থলাভিষিক্ত হবেন।

৬৯ বছর বয়সী গুলার ২০১৯ এবং ২০২০ সালে সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের সময় সামরিক প্রধান ছিলেন। এছাড়া সিরিয়ার পাশাপাশি ইরাকে পরবর্তী সময়ে হওয়া সামরিক অভিযানগুলোও তদারকি করেন তিনি।
নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে সেভদেত ইলমাজকে বেছে নিয়েছেন এরদোয়ান। এর আগে ইলমাজ উন্নয়নমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ৫৬ বছর বয়সী ইলমাজ ২০২০ সালের নভেম্বর মাস থেকে তুরস্কের সংসদের পরিকল্পনা ও বাজেট কমিশনের চেয়ারম্যান ছিলেন।

ইডে/এসআর/তারিখ:০৪০৬২৩/১২:২৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights