আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মিসর সীমান্তে তিন ইসরায়েলি সেনা নিহত

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৪ জুন ২০২৩ @ ১১:০৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুন ২০২৩@১১:০৩ পূর্বাহ্ণ
মিসর সীমান্তে তিন ইসরায়েলি সেনা নিহত

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

মিসরের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার চালানো গুলিতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সীমান্তের ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে এই গুলি চালানো হয়। দুই দেশের সশস্ত্র বাহিনী বলছে, এই অস্বাভাবিক ঘটনার যৌথ তদন্ত করছে তারা।
মিসর বলছে, মাদক পাচারকারীদের ধাওয়া করে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়েন তাদের কর্মকর্তা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গুলির ঘটনাটি মাদক পাচারপ্রতিরোধী অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, সীমান্তের একটি দুর্গম চেক পোস্টে দায়িত্ব পালন করা অবস্থায় দুই সেনা নিহত হয়। এদের একজন পুরুষ ও অপরজন ছিলেন নারী। শনিবার ভোরে গুলিতে তাদের মৃত্যু হয়। এক সিনিয়র কর্মকর্তা বেতারে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারার পর তাদের মরদেহ দেখতে পাওয়া যায়।

এর কয়েক ঘণ্টা পর এক তল্লাশি অভিযানের পর অভিযুক্ত হামলাকারীকে ঘিরে ফেলা হয়। সেখানে পাল্টাপাল্টি গোলাগুলি চলে। সেসময় তৃতীয় আরেক সেনা নিহত এবং আরও একজন আহত হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ওই সময় অভিযুক্ত হামলাকারীও নিহত হয়।

মিসরীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের এক নিরাপত্তা কর্মকর্তা মাদক পাচারকারীদের ধাওয়া দেয়। আর সেখান থেকেই গুলি চালানো হলে ইসরায়েলি সেনাদের মৃত্যু হয়। হতাহতদের পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে রাতভর মাদকবিরোধী অভিযানে চার লাখ ডলারের মাদক উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে তল্লাশি চলছে। তবে মিসরীয় পুলিশ কিভাবে ইসরায়েলি সীমানায় প্রবেশ করলো তা স্পষ্ট নয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, মাউন্ট হারিফ ও মাউন্ট সাগির মধ্যবর্তী এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। মেগাব মরুভূমির মধ্যবর্তী জায়গাটি মিসরের লোহিত সাগরের অবকাশ কেন্দ্র ইলিয়াট এবং ভূমধ্যসাগরের উপকূলের মাঝখানে পড়েছে।
ইসরায়েলি সেনা মুখপাত্র রিচার্ড হেচট সাংবাদিকদের বলেছেন, ‘মিসরীয়দের সঙ্গে সহযোগিতা চলছে, এটা ভালো। এর সঙ্গে ভূরাজনীতির সম্পর্ক নেই।

উল্লেখ্য, প্রথম আরব দেশ হিসেবে ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তির মাধ্যমে সম্পর্ক স্থাপন করে মিসর। ওই চুক্তির পর এটাই অন্যতম মারাত্মক সীমান্তে সংঘাতের ঘটনা।

ইডে/এসআর/তারিখ:০৪০৬২৩/১১:০৩

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights