স্টাফ রিপোর্টার
মোঃ বাইজিদ ।।
চুয়াডাঙ্গার নেহালপুরে চৌধুরীপাড়া কুলাঙ্গার ছেলের মারপিটে গুরুতর আহত জামেলা বেগম(৫৫) এক অভাগানী মা। আজ রাত আনুমানিক ১০:১৫ ঘটিকার সময় নেহালপুর চৌধুরীপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের সাহায্যে আহত জামেলা বেগম(৫৫) কে চুয়াডাঙ্গাযর একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কুলাঙ্গার ছেলের নাম আতিয়ার।

ছবি- বিডিহেডলাইন্স
স্থানীয় সুত্রে জানা যায় আতিয়ার বউয়ের কথা শুনে প্রথমে মাকে মারধর করে তারপর আতিয়ারের বউও জামেলা বেগম(৫৫)কে মারধর করে । স্থানীয়দের সহায়তায় চুয়াডাঙ্গা থানায় জামেলা বেগম(৫৫) অভিযোগ করে।
জামেলা বেগম(৫৫)বলেন রড দিয়ে পিটিয়ে এভাবেই তাকে আহত করে।
আতিয়ার যখন ছোট সেই সময় থেকে স্থানীয় বাজারে ঝাড়ুদারের কাজ করে ছেলেকে বড় করে তুলেন জামেলা বেগম(৫৫)। এখনো জামেলা বেগম(৫৫) ঝাড়ুদারের কাজ করে সংসার পরিচালনা করে আসছেন।
এসআর/তারিখ:০২০৬২৩/২৩:৫৮