মোসলেম উদ্দিন রনি
স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের কাকিনায় কলম চত্বরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে । এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
প্রতক্ষদর্শীরা জানায়,কাকিনার কলম চত্বরে বেপরোয়া ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয় এবং আহতদের মধ্যে একজনকে হাসপাতাল নেয়ার পথে মারা যান। নিহত একজন ও আহত সকলেই একই পরিবারের,তাদের বাড়ি পাটগ্রাম উপজেলায় অপর নিহত ব্যাক্তির বাড়ি ও পাটগ্রাম উপজেলার চিলার বাজারের আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান বলে জানা গেছে।
শুক্রবার (২ জুন) রাত আনুমানিক ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার কাকিনা সড়কে এ দুরর্ঘটনা ঘটে। এ সময়ে সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় চলাচল স্বাভাবিক করতে কাজ করেছে থানা পুলিশ, পরে থানা প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বিডিহেডলাইন্সকে বলেন, কাকিনায় একটি বেপরোয়া গতির ট্রাক সিএনজিকে মুখোমুখি চাপা দেয়। পাটগ্রামের বেলতলির রহমতপাড়ার নিবাসী আব্দুল গফুরের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০)ঘটনাস্থলেই মারা যায়। তবে বিস্তারিত জানা যায়নি।
রাস্তায় সিএনজটি পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও দমকল বাহিনী কাজ করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআর/তারিখ:০২০৬২৩/২৩:৪৮