আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে ভাষা সৈনিক মরহুম জহির উদ্দিন আহম্মদের স্মরণ সভা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ জুন ২০২৩ @ ০৮:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুন ২০২৩@০৮:৪৫ অপরাহ্ণ
লালমনিরহাটে ভাষা সৈনিক মরহুম জহির উদ্দিন আহম্মদের স্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাটে ‘অতিক্রম’-এর প্রধান উপদেষ্টা বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২জুন) বিকাল ৩টায় লালমনিরহাট জেল রোড সোনালী পার্ক ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন জায়াভিয়েন গেষ্ট হাউসের সভা কক্ষে “অতিক্রম” লালমনিরহাটের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অতিক্রম লালমনিরহাটের আহবায়ক হেলাল হোসেন কবির-এঁর সভাপতিত্বে অতিক্রম লালমনিরহাটের যুগ্ম আহবায়ক মুহিন রায় ও মাসুদ রানা রাশেদ-এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ভাষা সৈনিক আবদুল কাদের ভাসানী। স্মৃতি চারণ করেন মরহুমের পরিবারের সদস্য আজিজার রহমান বাবলু, হুমায়ুন কবির, জাহানারা বেগম শিরিন। এতে আলোচক ছিলেন প্রয়াতের অনুরাগী এবং লালমনিরহাটের মহতি মানব মনসুর আলী সরকার, শামীম আহমেদ, সিনিয়র সাাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন, প্রদীপ রায়, সাাংবাদিক জামাল বাদশা, সূফী মোহাম্মদ, সৈয়দ শামীম আহমেদ, জনি, রবিউল ইসলাম নিঝুম, মুহিন রায় প্রমুখ।

এ সময় বিডিহেডলাইন্স ২৪ ডট কম এর স্টাফ রিপোর্টার সাাংবাদিক মিজানুর রহমান মিলন ও সাংবাদিক জহুরুল হক জনি বিশেষ দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদের জন্ম ১৯৩৫খ্রিষ্টাব্দের ২৩মার্চ ও মৃত্যু ২০২৩খ্রিষ্টাব্দের ১৯ মে। মহান এই ব্যক্তিকে মানুষ এখনো শ্রদ্ধার সহিত স্মরণ করেন।

এমকে/তারিখ:০২০৬২৩/২০:৪৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights