আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ ডিসেম্বর ২০২৩ @ ০৪:৩২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ ডিসেম্বর ২০২৩@০৪:৩২ অপরাহ্ণ
শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

।।শেরপুর প্রতিনিধি।।

সারাদেশের ন্যায় শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা শহরের থানার মোড়ে সকল সরকারি, বেসরকারি দপ্তর, দুর্নীতি দমন কমিশন শেরপুর সমন্বিত জেলা কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা স্কাউটস, রোভার স্কাউটস, বিএনসিসি ও বিভিন্ন এনজিও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রহুল আমিন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, সিভিল সার্জন প্রতিনিধি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ তপন সারোয়ার প্রমুখ।

আলোচনা শেষে দুর্নীতি বিরোধী তথ্যচিত্র ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘেষানা করা হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights