আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বরগুনায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ ডিসেম্বর ২০২৩ @ ০১:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ ডিসেম্বর ২০২৩@০১:১৩ অপরাহ্ণ
বরগুনায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

।।বরগুনা প্রতিনিধি।।

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একতাবদ্ধ’-স্লোগ‍ান নিয়ে বরগুনায় আন্তর্জাতিক দ‍ুর্নীতিবিরোধী দিবস-২০২৩ পালন কর‍া হয়েছে।

শনিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পতাকা উত্তলন ও পায়রা অবমুক্তর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম।

দিবস উপলক্ষে অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে একই স্থানে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময়ে ‘দুর্নীতির বিরুদ্ধে ১০৬ নাম্বারে ‘ফ্রী’ কল করে অভিযোগ করার আহ্বান জানান ‘দুর্নীতি দমন কমিশন’ (দুদক)। এসময় বরগুনার বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

পরবর্তিতে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে “সুবর্ণজয়ন্তী” সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সুমন আনসারির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহাঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোজাম্মেল হক রেজা, পটুয়াখালী সমন্বয় জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ মাইনউদ্দীন, বরগুনা ‘সনাক’ এর সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব মৃধা, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রমুখ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights