রবিউল এহ্সান রিপন
ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে কেন্দ্রে ডিজিটাল ব্লুটুথ ডিভাইস ব্যবহারের সময় ৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৮ ডিসেম্বর) সকাল ১০ টাকায় জেলায় ৩৪ টি শিক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষা চলাকালে অবৈধ্যভাবে ব্লুটুথ ডিভাইস ব্যবহারের সময় কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা তাদের আটক করেন।
এ সময় তাদের গ্রেপ্তার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন সোহানুর রহমান (২৮), মোছা. আরজিনা (৩০), মোছা. হাসনাহেনা (৩০), স্বামী আনিসুর রহমান, মো. আনোয়ার খালেদ (২৮), শ্রী টঙ্গনাথ বর্মন (৩২), মো. ওমর ফারুক (২৯), মোছা. রেজিনা খাতুন (২৯), আব্দুল্লাহ আল নোমান (২৭) ও আমিরুল ইসলাম (২৮)।
গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে ঠাকুরগাঁও সদর থানায় মামলা রুজু করা হয়।
বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান। তিনি জানান, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষায় অশংগ্রহণকারীদের তল্লাশী করে ৯ জনের কাছ থেকে ডিজিটাল ডিভাইস উদ্ধার করেন কেন্দ্র কর্মরত কর্মকর্তারা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।