আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বাসে আগুন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৭ ডিসেম্বর ২০২৩ @ ০৩:৫৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ ডিসেম্বর ২০২৩@০৩:৫৬ অপরাহ্ণ
কুমিল্লায় বাসে আগুন

।।নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা নগরীর উনাইসার এলাকায় জিহান ফুটওয়ারের স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, কুমিল্লা ইপিজেডের জিহান ফুটওয়্যার নামে একটি কোম্পানির স্টাফদের আনা-নেওয়া করত বাসটি। ভোর ৪টার দিকে পার্কিং করে থাকা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে শুয়ে থাকা চালক হানিফ মিয়া আগুনের ফুলকি টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে জীবন বাঁচান।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে কাউকে চিহ্নিত করতে পারেননি। পুলিশ ঘটনাস্থলে আছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights