আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ ডিসেম্বর ২০২৩ @ ০২:১২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ ডিসেম্বর ২০২৩@০২:১২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

অনিক চক্রবর্তী
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। সাধারণ মানুষ ছাতা মাথায় দিয়ে বাইরে বের হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, জেলায় ২৪ ঘন্টায় ১৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সকাল ৬টায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.০ ডিগ্রি সেলসিয়াস।

গত বুধবার বিকেল থেকে চুয়াডাঙ্গার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। রাত থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টির। বৃহস্পতিবার সকাল থেকে একটানা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে শীতও অনুভূত হচ্ছে। বৃষ্টির কারণে ভোগান্তিও বেড়েছে মানুষের।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার সকাল ৯টা বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় ১৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি থাকতে পারে ২-৩ দিন। বৃষ্টি ছেড়ে গেলে তাপমাত্রা কমতে শুরু করবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights