আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘বিডি হেডলাইন্স’ এর শুভ যাত্রা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ জুন ২০২৩ @ ০৬:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ জুন ২০২৩@০৯:২৭ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘বিডি হেডলাইন্স’ এর শুভ যাত্রা

স্টাফ রিপোর্টারঃ

অনলাইন জগতে সর্বাধিক গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার ও প্রচারণার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হলো অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল “বিডি হেডলাইন্স ২৪ ডট কম” এর শুভ পথচলা।

“কথক ক্রিয়েটিভ জোন” এর অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে “বিডি হেডলাইন্স” আজ বৃহস্পতিবার বিডিআর রোডে অবস্থিত ‘মুনস্টার’ রেস্টুরেন্টে দুপুর ২টায় ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বিডি হেডলাইন্স এর চেয়ারম্যান শফিকুল ইসলাম বুলবুল, প্রকাশক এস আর হৃদয়, উপদেষ্টা সম্পাদক মাহফুজ সাজু ও সহঃ সম্পাদক ইসমাইল আশরাফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দুপুর ২টায় পবিত্র কুরআন তিলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে কেক কেটে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রকাশক এস আর হৃদয় বলেন- আমরা ব্যপকভাবে প্রস্তুতি নিয়ে বিডিহেডলািইন্স এর যাত্রা শুরু করেছি। এটি গতানুগতিক নিউজ পোর্টালের মতো নয়। বিডি হেডলাইন্স সবার থেকে আলাদা। সবার আগে সত্য প্রকাশে আমরা বদ্ধপরিকর, কারো তাঁবেদারি করবো না। চেয়ারম্যান শফিকুল ইসলাম বুলবুল বলেন, আমরা সবরকম সহযোগিতা করবো। সবাই দোয়া করবেন যেন সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারি।

উপদেষ্টা সম্পাদক মাহফুজ সাজু বলেন- বিডি হেডলাইন্স নতুন কোনকিছু নয়। এটি পুরাতন হলেও নতুন রূপে আজ থেকে যাত্রা শুরু করলো। আমরা সত্য প্রকাশে নির্ভীক। এখানেই এক ক্লিকে পাওয়া যাবে একসাথে সব খবর ।

পরে, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ প্রজেক্টরের মাধ্যমে

ভার্চুয়ালি বিডিহেডলািইন্স-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন-এমন একটি প্রতিষ্ঠান লালমনিরহাটে প্রতিষ্ঠিত হলো যা এ জেলার জন্য গৌরবের। তিনি বিডি হেডলাইন্স- এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights