আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ জুন ২০২৩ @ ০৪:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ জুন ২০২৩@০৪:৫৭ অপরাহ্ণ
লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রানী সম্পদ অধিদফতরের আয়োজনে পুরাতন জেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন( পুরাতন) এর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রানকেন্দ্র মিশনমোড় চত্বরে গিয়ে আবার মিলনায়তনের দিকে ফিরে আসে। এরপর মিলানায়তনের ভিতরে জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম হল দুধ। দেশে প্রতিদিন ১৫০মিলিয়ন টন দুধ উৎপাদন হয়। দেশে মাথাপিছু দুধের পরিমান ৩০০গ্রামেরও বেশি। আট থেকে আশি বছর বয়সী সকলের জন্যই দুধ খুব স্বাস্থ্যকর একটি পানীয়। ২০০১সাল থেকে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়ে আসছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা পহেলা জুন এই তারিখটি নির্ধারণ করে। এখন বিশ্বের প্রায় ৭০টি দেশ এই দিবস পালন করে। এবারের প্রতিপাদ্যের বিষয় ধরা হয়েছে ‘দুধ খাওয়ার অফার করি, মাদক মুক্ত দেশ গড়ি’।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজামান সুজন, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, রেজাউল করিম স্বপন মেয়র পৌরসভা, মোহাম্মদ আব্দুর রহিম সভাপতি ডেইরি এসোসিয়েশন, লালমনিরহাট প্রমুখ।

প্রাণীসম্পদ বিভাগের আয়োজনে শোভাযাত্রার পূর্বে টি শার্ট, প্লে কার্ড ও পুলিশের একটি ব্যান্ড পার্টি ঢাকঢোল নিয়ে অংশগ্রহন করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights