আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ ডিসেম্বর ২০২৩ @ ১০:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ ডিসেম্বর ২০২৩@১০:৪১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত

রবিউল এহ্সান রিপন
ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) এর গুলিতে মো: মকলেছ (২৮) ও জহুরুল ইসলাম (২৭) নামে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে৷ এছাড়াও বালীয়াডাঙ্গী উপজেলার সীমান্তে ইদ্দিশ আলী (৩০) নামে এক বাংলাদেশী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ ডিসেম্বর) ভোর ৫ টা ৩০ মিনিটে হরিপুর উপজেলার সীমানার মেইন পিলার নং ৩৭০/৩ মাঝামাঝি নারগাঁও ক্যাম্পে ঘটনাটি ঘটে। অপরদিকে বালীয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় একজন গুলিবিদ্ধ হোন। বর্তমানে তিনি রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

নিহত মোখলেছ উপজেলার গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের নজরল ইসলামের ছেলে আর আব্দুল বাসেতের ছেলে জহুরুল ইসলাম।

আর আহত ইদ্দিশ আলী বালীয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামের দুলু মোহাম্মদের ছেলে ৷

দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে ভারতের নারগাঁও ক্যাম্পের বিএসএফ তাদের কে লক্ষ্য করে গুলি ছোড়েন। ভারতীয় নারগাঁও ক্যাম্পের বিএসএফ এর গুলিতে মোখলেছ মারা যায় ও জহুরুল ইসলাম আহত হয়। আহত জহুরুল ইসলাম কে বিএসএফ আটক করে ভারতের ইসলামপুর হাসপাতালে নিয়ে যান পরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ আরেকজনের মরদেহ পতাকা বৈঠকে মাধ্যমে কাল দেওয়ার কথা রয়েছে ৷

আহতের বিষয়টি নিশ্চিত করে বালীয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, গতরাতে রত্নাই সীমান্তে বিএসএফ গুলি ছোড়ে। তাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights