আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গাজায় ইসরাইল যা করছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস- এরদোগান

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২ ডিসেম্বর ২০২৩ @ ০৫:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ ডিসেম্বর ২০২৩@০৫:৪২ অপরাহ্ণ
গাজায় ইসরাইল যা করছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস- এরদোগান

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল যা করছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস, এর বিরুদ্ধে চুপ থাকতে পারে না তুরস্ক।

কপ-২৮ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার পথে এরদোয়ান বলেন, গণহত্যার শিকার হিসেবে পরিচিত ইসরাইলি কর্মকর্তারা এখন তাদের পূর্বপুরুষদের হত্যাকারীতে পরিণত হয়েছে।

তাইয়িপ এরদোয়ান আরও বলেন, গাজার ভবিষ্যৎ কী হবে তা হামাস ঠিক করবে। অন্য কেউ না।

এদিকে সাতদিনের যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে হামলা ও গ্রেফতার অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। শনিবার পশ্চিম তীর থেকে সন্দেহভাজন সাত ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরাইল। এর মধ্যে নাবলুসের ৫ জন, বিদ্যা গ্রামের একজন ও ফার সাবার গ্রামের একজন রয়েছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights