আজ ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় বহিস্কার হলেন বিএনপি নেতা আজিজ

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২ ডিসেম্বর ২০২৩ @ ১০:২৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ ডিসেম্বর ২০২৩@১০:২৯ পূর্বাহ্ণ
পঞ্চগড়ে তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় বহিস্কার হলেন বিএনপি নেতা আজিজ

মো: রনি মিয়াজী
পঞ্চগড় প্রতিনিধি।।

সংসদীয় আসন-০২ ও পঞ্চগড়-০২ আসনে (বোদা ও দেবীগঞ্জ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পঞ্চগড় জেলা শাখার সদস্য আব্দুল আজিজকে বহিষ্কার করা হয়েছে।

পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন

জানা যায়, বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল আজিজ বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি বোদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।

গত বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজিজের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাকে দলের প্রাথমিক পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বহিস্কৃত বিএনপি নেতা আব্দুল আজিজ মুঠোফোনে বলেন, বর্তমানে আমি কোন পদ পদবীতে নেই। প্রাথমিক সদস্য পদ থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তবে কোন চিঠি পাইনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ