আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’ এর অভিনেত্রী পিয়ারী বেগম আর নেই

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৩০ মে ২০২৩ @ ০৮:৩৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ মে ২০২৩@০৮:৩৮ পূর্বাহ্ণ
প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’ এর অভিনেত্রী পিয়ারী বেগম আর নেই

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করা পিয়ারী বেগম আর নেই। মঙ্গলবার (৩০মে) দুপুর ২টায় উত্তরা নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬বছর।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন পিয়ারী বেগম। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তা ফখরুল আলম সোহাগ। তিনি পিয়ারী বেগমের ছেলে রবিউল ইসলামের বরাত দিয়ে জানান, এশার নামাজের পর উত্তরায় জানাজা শেষে ১২নম্বর সেক্টর কবরের স্থানে তাকে সমাহিত করা হবে।

পিয়ারী বেগম অভিনেতা আমিনুল হকের স্ত্রী। ‘মুখ ও মুখোশ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয় ১৯৫৪সালের ৬আগস্ট হোটেল শাহবাগে। এটি ছিল বাংলাদেশ তথা তৎকালীন পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র। এটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩আগস্ট। এ সিনেমার পরিচালক আবদুল জব্বার খান।

পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর শেরেবাংলা একে ফজলুল হক ঢাকার রূপমহল সিনেমা হলে এ সিনেমার উদ্বোধন করেছিলেন। পিয়ারী বেগম ছাড়াও এ সিনেমাতে অভিনয় করেন পূর্ণিমা সেন, সাইফুদ্দিন, বিনয় বিশ্বাস, জব্বার, ইনাম আহমেদ, জহরত আজরা প্রমুখ। সিনিয়র এই অভিনেত্রীর বিদায়ে চলচ্চিত্র সমিতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights