।। নিজস্ব প্রতিবেদক ।।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত সংগঠন নয়। তাদেরকে কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে। মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা ঈদ পুনর্মিলনী ২০২৩’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী এখন কিন্তু ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত নয়। সুতরাং তাদের কোনো কিছু করতে হলে পুলিশ কমিশনারের অনুমতি লাগবে। সেই অনুমতি নিয়ে যদি তারা কোনো কিছু করে, তাহলে সেটা সিদ্ধ হবে। না হলে তো সেটা সঠিক হবে না। কেননা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়।
গত সোমবার বিকেলে জামায়াতের চার নেতাকে আটকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর চার নেতা কমিশনার সাহেবের কাছে আসছিলেন, এরকম তথ্য আমরা পেয়েছি। আসার আগে তারা এক জায়গায় বসে মিটিং করেছিলেন এটা যেমন সত্য, তেমনি তারা আবার কমিশনারের কাছে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমাদের পুলিশ অফিসাররা হয়ত ভুল ইনফরমেশনের কারণে তাদের আটক করেছিলেন। পরে যখন কনফার্ম হয়েছেন যে তারা মিটিং করার জন্য কমিশনারের কাছে এসেছেন, তখন তাদের ছেড়ে দিয়েছেন।