আজ ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নিপাহ ভাইরাসে মৃত্যুহার ৭০%, করোনায় ছিল ৩%

  • In আন্তর্জাতিক, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১৬ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:৪৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৩@১০:৪৩ পূর্বাহ্ণ
নিপাহ ভাইরাসে মৃত্যুহার ৭০%, করোনায় ছিল ৩%

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

করোনায় আক্রান্তদের তুলনায় নিপাহ ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার অনেক বেশি। শুক্রবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) প্রধান রাজিব বাহল জানান নিপাহ ভাইরাসে মৃত্যুহার ৪০ থেকে ৭০ শতাংশ। আর এই তুলনায় করোনায় ছিল দুই থেকে তিন শতাংশ।

বৃহস্পতিবার কেরালার কোজিখোদে জেলায় আরও একজনের নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ছয় জনে। প্রথমে আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে।

কেরালায় আক্রান্ত বাড়তে থাকায় নিপাহ ভাইরাস সংক্রমণ চিকিৎসায় অস্টেলিয়ার কাচে আরও ২০ ডোজ মনোক্লোনাল অ্যান্টিবডি চেয়েছে ভারত। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় নিপাহ ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া এবং করোনার তুলনায় উচ্চ মৃত্যুহারের কারণে আইসিএমআর জানিয়েছে, এই ভাইরাল রোগটির বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির পরিকল্পনা চলছে।

ড. রাজিব বাহল বলেন, ‘আমরা ২০১৮ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে কয়েক ডোজ মনোক্লোনাল অ্যান্টিবডি পেয়েছিলাম। বর্তমানে যে পরিমাণ ডোজ আছে তা দিয়ে মাত্র ১০ রোগীকে চিকিৎসা দেয়া যাবে।’

ড. বাহল জানান, ভারতের বাইরে যে ১৪ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। তিনি বলেন, ওষুধের নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র ফেজ ১ ট্রায়াল বাইরে করা হয়েছে। কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। এটি শুধুমাত্র সহানুভূতিশীল ব্যবহারের ওষুধ হিসাবে দেওয়া যেতে পারে।

আক্রান্ত বাড়তে থাকা কোজিখোদে জেলায় আজ থেকে এক সপ্তাহের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ শুক্রবার বলেছেন, নিপাহ ভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষের সংখ্যা ১০৮০ জনে পৌঁছেছে, এদের মধ্যে ৩২৭ জন স্বাস্থ্যকর্মী।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
Verified by MonsterInsights