আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় পৃথক তিনটি মামলার রায়ে তিনজনের যাবজ্জীবন

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ নভেম্বর ২০২৩ @ ০৪:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@০৪:০০ অপরাহ্ণ
নেত্রকোনায় পৃথক তিনটি মামলার রায়ে তিনজনের যাবজ্জীবন
ছবি- বিডিহেডলাইন্স

মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনায় ছয় বছর বয়সী এক কন্যা শিশু হত্যা ও মাদকসহ পৃথক তিনটি মামলার রায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা জজ আদালত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নেত্রকোনার অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার কলমাকান্দা উপজেলার ডোয়ারিয়াকোনা গ্রামের সুমন মল্লিকের মেয়ে শিশু বিশাল মল্লিক হত্যা মামলার আসামী জেলার সদর উপজেলার দেওপুর মুক্তির বাজার গ্রামের পলাশ সরকার এবং পৃথক দুই মাদক মামলার আসামী নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকার মো. কাইয়ুম ওরফে কিংকন এবং একই উপজেলার মঈনপুর এলাকার ইয়াসমীন আক্তার।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কমলেশ কুমার চৌধুরী জানান, সুমন মল্লিকের বাড়িতে গরু চুরি করে পলাশ সরকার ধরা পড়ে। এর জেরে ২০১৩ সালের ২৫ আগস্ট সকাল বেলায় বাড়িতে ঢুকে শিশুটিকে ছাদে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় পলাশ সরকারসহ তিনজন। এ নিয়ে ওই দিনই শিশুটির বাবা সুমন থানায় হত্যা মামলা করেন। পুলিশ ময়নাতদন্ত শেষে একই বছরের ২৫ নভেম্বর আদালতে চার্জশীট প্রদান করে।

আদালতের বিচারক বৃহস্পতিবার পলাশ সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পলাশের সাথে থাকা অপর দুইজন অপ্রাপ্ত বয়সের হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলমান রয়েছে।

অপরদিকে জেলার সদর থানায় ২০১৮ সালের ২৭ মে ৫০৭ গ্রাম হেরোইনসহ ইয়াসমীনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নেত্রকোনা মডেল থানার এসআই সোলায়মান হক বাদি হয়ে একই দিন থানায় মামলা করেন। এ মামলায় একই বছরের ২ আগস্ট আদালতে চার্জশীট দেয় পুলিশ। এছাড়া ২০১৮ সালের ২৪ জুন ২৩০ গ্রাম হেরোইনসহ মো. কাইয়ুম ওরফে কিংকনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মামুন একই দিন থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২১ আগস্ট আদালতে চার্জশীট দেওয়া হয়। বিচারক এই দুজনকেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights