আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির তারিখ পরিবর্তন

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৭ জুন ২০২৩ @ ০৭:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুন ২০২৩@০৭:১১ অপরাহ্ণ
বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির তারিখ পরিবর্তন

।।নিজস্ব প্রতিবেদক।।

বিএনপির তিন অংঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির একই দিনে যুবলীগ কর্মসূচি ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি পরিবর্তনের কথা জানান ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের শীর্ষনেতারা।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত এক যুগ তরুণরা ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ ৬ বিভাগ ও বগুড়া জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষোণা দেয়া হয় ২ জুন। তার দুদিন পর ৪ জুন যুবলীগ একই স্থানে একই সময় কর্মসূচির ডাক দিয়েছে।

সাংবাদিকদের এক জবাবে টুকু বলেন, জিয়ার সৈনিকেরা সংঘাত চায়না বিধায় নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যুবলীগ আর তাদের কর্মসূচির পরিবর্তন না করে শুভ বুদ্ধির পরিচয় দিবে উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, আমরা আর কর্মসূচি পেছাবো না।

পূণঃনির্ধারিত তারিখ, সময় ও স্থান নিম্নরূপঃ

১৪ জুন বুধবার চট্টগ্রাম, ১৯ জুন সোমবার বগুড়া, ২৪ জুন শনিবার বরিশাল, ৯ জুলাই রবিবার সিলেট, ১৭ জুলাই সোমবার খুলনা, ২২ জুলাই শনিবার, ঢাকা।

নিপ্র/কেএইচ/০৭০৬২৩/১৯:০৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights