আজ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুল ছাত্রের

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৩ নভেম্বর ২০২৩ @ ০৩:৪০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ নভেম্বর ২০২৩@০৩:৪০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুল ছাত্রের

রবিউল এহ্সান রিপন
ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পরীক্ষা শেষ করে বাড়ী ফেরার পথে ফারুক হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।

নিহত স্কুল ছাত্র সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুরের শুক্কুর আলী ছেলে। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। স্কুল ছাত্রের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ভূল্লী থেকে গড়েয়া রোডের তুরুকপথা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলের চালক স্কুল ছাত্র ফারুক ঘটনা স্থলে মারা যান। এ সময় আরেকটি মোটরসাইলের তিন জন আরোহী আহত হয়। পরে তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুল্লী থানার অফিসাস ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের নিহতের ঘটনায় ভূল্লী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights