।।বগুড়া প্রতিনিধি।।
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে মহাসড়কে ট্রাক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৌর শহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ইউসুবপুর এলাকায় একটি ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় একদল যুবক। এরপর রাত ৮টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
স্থানীয় সুত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড থেকে একটি খালি ট্রাক নাটোরের সিংড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের ইউসুবপুর এলাকায় কয়েকটি মোটরসাইকেলে একদল যুবক ট্রাকের সামনে এসে ইটপাটকেল ছুড়তে থাকে। ট্রাক থামিয়ে রেখে চালক দৌড় দেয়। এসময় ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তানভীর হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নেভানো হয়। ট্রাকের চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। দুই চাকা, কেবিনসহ ট্রাকের সামনের অংশ পুড়ে আনুমানিক প্রায় ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ট্রাকে আগুনের ঘটনার আধাঘন্টা পরই পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পৃথক দুই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম জানান, ককটেল বিস্ফোরণের বিষয়ে তার জানা নেই। ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পর জানাবেন। একদল যুবক মোটরসাইকেলে এসে ট্রাকে আগুন দিয়েছিল। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।