।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
রাজধানীর মিরপুরে বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৭মে) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।
ভুক্তভোগী যুবকের নাম জাহাঙ্গীর আলম(২৭)। গ্রেফতারকৃতরা হলেন- সাগর(৩২) ও শাহেদ(৩৫)। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল এবং আসামির রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।
মিরপুর থানার ওসি জানান, জাহাঙ্গীর গাড়ি চালানোর পাশাপাশি মোটর মেকানিক হিসেবে কাজ করেন। সাগর এবং শাহেদও মোটর মেকানিক। জাহাঙ্গীরের কাছ থেকে দুই হাজার টাকা পেতেন সাগর। ওই টাকা নিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করেন সাগর ও শাহেদ। প্রথমে তিন বন্ধু মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। শাহেদ বাইক চালান, সাগর পেছনে আর জাহাঙ্গীর মাঝখানে বসেন।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মিরপুরের লাভ রোডে পৌঁছাতেই চলন্ত মোটরসাইকেলে বসে জাহাঙ্গীররের গলা কেটে দেন সাগর। পরে গাড়ি থেকে ফেলে দেন জাহাঙ্গীরকে। আহত অবস্থায় তিনি হেঁটেহেঁটে কিছু দূর যান এবং কয়েকজনের কাছে সহযোগিতা চান। কিন্তু তার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে জাহাঙ্গীর শঙ্কামুক্ত হলেও তার শ্বাসনালি কেটে গেছে। এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আব্দুল হালিম একটি মামলা দায়ের করেন।