আজ ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক নারীর, হাসপাতালে ১১৯

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২০ নভেম্বর ২০২৩ @ ০১:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ নভেম্বর ২০২৩@০১:১৩ অপরাহ্ণ
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক নারীর, হাসপাতালে ১১৯

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৭ জনে।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১’শ ১৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩’শ ১১ জন।

মারা যাওয়া ওই নারী হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা তানিয়া বেগম (২২)।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৯’শ ৯০ জন। এর মধ্যে ২৩ হাজার ৫’শ ৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights