আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেঃ হাসপাতালে ভর্তি ৬৭ জন

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২৮ মে ২০২৩ @ ০৮:২২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ মে ২০২৩@০৮:২২ পূর্বাহ্ণ
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেঃ হাসপাতালে ভর্তি ৬৭ জন

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

দেশে গত ২৪ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৭জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

রোববার (২৮মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২০৯জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৮০জন এবং অন্যান্য বিভাগে ২৯জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১হাজার ৭৭১জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১হাজার ১৭৭জন এবং ঢাকার বাইরে ৫৯৪জন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১হাজার ৫৪৯জন। এর মধ্যে ঢাকায় ৯৮৭ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫৬২জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩জনের মৃত্যু হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights