আজ ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কারিনা দীর্ঘদিন পর সাইফকে বিয়ে করার কারণ জানালেন

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৫ নভেম্বর ২০২৩ @ ০২:১২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ নভেম্বর ২০২৩@০২:১২ অপরাহ্ণ
কারিনা দীর্ঘদিন পর সাইফকে বিয়ে করার কারণ জানালেন

।।বিনোদন ডেস্ক।।

বলিউডের অন্যতম সেরা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খান। ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন তারা। তবে তার আগে ৫ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন এ দুই তারকা। কারিনার কথায় সেই সম্পর্কে বেশ ভালোই ছিলেন তারা। তবে বিয়ের সিদ্ধান্ত কেন নিলেন?

কারিনা সম্প্রতি একটি সাক্ষাৎকারে তা নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সাইফ ও তার বিয়ে করার কারণ ছিল সন্তান। তারা দুজনে সন্তান নিতে চেয়েছিলেন। মূলত সে কারণেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া।

কারিনার কথায়, সাইফ আর আমি ৫ বছর একসঙ্গে ছিলাম। আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা সন্তান চেয়েছিলাম।

২০১৬ সালে সাইফ ও কারিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়।

সাক্ষাৎকারে বেবো আরও জানান, তিনি এবং তার স্বামী সাইফ কীভাবে তাদের সন্তানদের বড় করে তুলছেন।

কারিনা বলেন, তিনি তার সন্তানদের যথেষ্ট সম্মান করেন। তাদের কথারও সমান গুরুত্ব দেন। তৈমুর ও জাহাঙ্গীরের ওপর জোর করে কিছু চাপিয়ে দেন না বেবো।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights