।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের গাদচিরোলি জেলায় বন্য হাতির আক্রমণে শনিবার বন বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে। সুধাকর বি আতরাম বন বিভাগের কর্মী ছিলেন।
বন্য হাতির পলাশগাও জঙ্গলে প্রবেশের কথা বন বিভাগকে জানায় গ্রামবাসীরা। এরপরই ঘটনাস্থলে আতরামসহ ছুটে যান বন বিভাগের কর্মীরা।
বনকর্মীদের দলটি যখন হাতির পাল তাড়ানোয় ব্যস্ত, তখন আতরাম তার গাড়ি রাস্তার পাশে দাঁড় করান এবং ভিডিও রেকর্ড শুরু করেন। এক পর্যায়ে একটা হাতি তাকে তাড়া করা শুরু করে। অন্যরা পালিয়ে যেতে পারলেও আতরাম হোঁচট খান এবং পড়ে যান। বন্য হাতিটি তাকে পিষে মেরে ফেলে।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত শুরু করেছেন শীর্ষ কর্মকর্তারা।
গত কয়েক বছর ধরে মহারাষ্ট্র থেকে উড়িষ্যায় প্রবেশ করছে বিপুল পরিমাণ হাতি। এসব হাতি ফসলের ব্যাপক ক্ষতি করছে বলেও অভিযোগ রয়েছে।
দুই মাস আগে এক বন্য হাতির আক্রমণে এক বয়স্ক ব্যক্তি নিহত হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার পর বন্য হাতির আক্রমণ ঠেকাতে নানা উদ্যোগ নেয় বন বিভাগ। বন্য হাতির কাছে যেতে স্থানীয়দের নিষেধও করেন তারা।