আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রোহিত শর্মা বোলিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কারণ জানালেন

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১৩ নভেম্বর ২০২৩ @ ০২:০৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ নভেম্বর ২০২৩@০২:০৯ অপরাহ্ণ
রোহিত শর্মা বোলিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কারণ জানালেন

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

ভারতীয় দল, নিয়মিত বোলাররা থাকার পরও নেদারল্যান্ডসের বিপক্ষে একরকম বোলিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে। যাদের বোলিং করতে দেখা যায় না, সেই বিরাট কোহলি, রোহিত শর্মারাও বল করে উইকেট নিয়েছেন। পার্টটাইমারদের মধ্যে ছিলেন সূর্যকুমার যাদব ও শুভমান গিলও। সেমিফাইনারের আগে সেই পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন ছিল বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্বকাপে লিগপর্বের শেষ ম্যাচে ১৬০ রানের বড় ব্যবধানে জয়ের পর ভারতের অধিনায়ক বলেছেন, ‘৫ বোলার থাকায় এটা সব সময়ই আমাদের মনের মধ্যে ছিল। দলের মধ্যে এ রকম বিকল্প তৈরির প্রয়োজন আছে। এখন আমার মনে হয় সেই বিকল্পটা আমাদের হাতে। আমাদের হাতে ৯টি বিকল্প।’

পার্টটাইমাররা বল করেছেন ৮ ওভার। তার মধ্যে কোহলি ২০১৪ সালের পর প্রথম ওয়ানডে উইকেটের দেখা পেয়েছেন। রোহিত শর্মাও প্রথম ওয়ানডে উইকেট নিয়েছেন ২০১২ সালের পর। পরীক্ষা-নিরীক্ষার কারণই ছিল সেমিফাইনালের আগে নিজেদের কিছু লক্ষ্য পূরণ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights