আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের বিপক্ষে উইকেট রহস্য

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২৫ মে ২০২৩ @ ০৭:১২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ মে ২০২৩@০৭:১২ পূর্বাহ্ণ
আফগানিস্তানের বিপক্ষে উইকেট রহস্য

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

আফগানিস্তানের বিপক্ষে কেমন উইকেট, রহস্য রেখে দিলেন বাশার আফগানিস্তানের বিপক্ষে কেমন উইকেটে খেলবে বাংলাদেশ? সেই ‘টিপিক্যাল’শেরে বাংলা পিচ? মানে মন্থর ধীরগতি, যেখানে বল ঘুরবে, স্পিনারদের স্বর্গরাজ্য থাকবে! নাকি শতভাগ ব্যাটিং সহায় উইকেটে খেলা হবে? বল পিচে পড়ে ব্যাটে আসবে, গতি ও বাউন্স থাকবে স্থিতিশীল।আসলে কেমন উইকেটে খেলা হলে টাইগাররা স্বস্তিতে খেলতে পারবে? সমর্থকদের ভাবনাই এখন সেটা।

কারণ রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নাবি আর নুরের সাজানো আফগান স্পিন আক্রমণ এ মুহূর্তে অনেক বেশি ধারালো ও বিপজ্জনক।
ব্যাটিং সহায় উইকেটেও তাদের খেলতে ঘেমে নেয়ে ওঠেন বাঘা বাঘা ব্যাটাররা। সেখানে শেরে বাংলায় স্পিন সহায় পিচ পেলে যে ওই আফগান স্পিনাররা দুর্দমনীয় হয়ে উঠবেন। তাদের ডেলিভারি হয়ে উঠবে আনপ্লেয়েবল। তা বলাই বাহুল্য। তাহলে উপায় কী? কোন ধরনের উইকেট বেছে নেবে স্বাগতিক বাংলাদেশ? অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছে উইকেট নিয়ে প্রশ্ন রাখা হলে তিনি সে সম্পর্কে কোনো পূর্ব ধারণা দিতে রাজি হননি।
বাশার বলেন, ‘আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন পিচে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করব না।’

নির্বাচক বাশার পরিষ্কার জানিয়ে দেন, ‘মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে, সেটা সমন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।’
বাশার বোঝানোর চেষ্টা করেন, বাংলাদেশ ম্যানেজমেন্ট ও থিঙ্ক ট্যাঙ্কের একটা পরিকল্পনা আছে। তবে তারা তা প্রকাশ করবেন না। তিনি বলেন, ‘আমাদের তো প্ল্যান আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিষ্কার। উইকেটটা কেমন হবে, সেটা তো বলতে পারব না। আমাদের যে পরিকল্পনা, সেটা আমাদের মধ্যেই থাক। সেটা তো ডিসক্লোজ করতে পারব না।’

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights