আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীতে সাংবাদিক দম্পতির উপর হামলা

ফুলবাড়ীতে সাংবাদিক দম্পতির উপর হামলা

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

দিনাজপুরের ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক মোঃ আশরাফুল আলম ও তার স্ত্রী রাশেদা বেগম(২৬) কে  শ্লীলতাহানী ও পিটিয়ে আহত করার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় রাশেদা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়. গত মঙ্গলবার দিবাগত রাতে জমিজমা বিরোধের জের ধরে রাশেদা খাতুনের ভাশুর আবু মুসা তার অনুগত হাসানুর রহমান ও তার ভাই হোসেনুর রহমান পূর্ব পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে আমার শ্লীলতাহানী এবং এলোপাতাড়ি ভাবে আমাকে এবং আমার স্বামী আশরাফুল ইসলামকে মারপিট করতে থাকে। খবর পেয়ে ফুলবাড়ী থানার এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আশরাফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ ছাড়াও ঘটনার মূল হোতা মুসা ইতিপূর্বে একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করার সে ক্ষিপ্ত হয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। কিছুদিন আগে সে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে আমাকে মারার হুমকি দিতে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, সাংবাদিক পরিবারকে মারধরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ সাংবাদিক দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় সাংবাদিক আশরাফুল ইসলামের স্ত্রী বাদী হয়ে আবু মুসাসহ তিন জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights