আজ ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

গাজার আল-মাগাজি ক্যাম্পে ইসরায়েলি বোমা হামলায় ৩০ জনেরও বেশি নিহত: স্বাস্থ্য মন্ত্রণালয়

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৫ নভেম্বর ২০২৩ @ ১০:২০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ নভেম্বর ২০২৩@১০:২০ পূর্বাহ্ণ
গাজার আল-মাগাজি ক্যাম্পে ইসরায়েলি বোমা হামলায় ৩০ জনেরও বেশি নিহত: স্বাস্থ্য মন্ত্রণালয়

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

শনিবার মধ্য গাজায় একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলের চলমান বোমাবর্ষণের মধ্যে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেছেন, “মধ্য গাজা উপত্যকার আল-মাগাজি ক্যাম্পে দখলদারদের দ্বারা সংঘটিত গণহত্যায় দেইর আল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে ৩০ জনেরও বেশি (মৃত) পৌঁছেছে।”

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস বলেছে যে ইসরায়েল নাগরিকদের বাড়িতে “সরাসরি” বোমা হামলা চালিয়েছে, যোগ করেছে যে বেশিরভাগ মৃত্যু নারী ও শিশুর।

“একটি ইসরায়েলি বিমান হামলা আল-মাগাজি ক্যাম্পে আমার প্রতিবেশীদের বাড়ি লক্ষ্য করে, আমার পাশের বাড়িটি আংশিকভাবে ধসে গেছে,” বলেছেন মোহাম্মদ আলাউল (৩৭), একজন সাংবাদিক, আনাদোলু এজেন্সির জন্য কর্মরত।

আলাউল এএফপিকে জানান, তার ১৪ বছর বয়সী ছেলে আহমেদ এবং তার ভাইসহ তার ৪ বছরের ছেলে কায়েস হামলায় নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী, মা ও আরও দুই শিশু।

ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেছেন যে বোমা হামলার সময় ইসরায়েলি বাহিনী ওই এলাকায় কাজ করছিল কিনা তা তারা খতিয়ে দেখছে।

৭ অক্টোবর হামাসের হামলায় ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। হামলার সময় ২৪০ জনেরও বেশি ইসরায়েলি এবং বিদেশী জিম্মিকে অপহরণ করা হয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলা ও স্থল অভিযানে ৯,৪৮০ জনের বেশি গাজাবাসী নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights