আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইনকিলাবের সম্পাদকের বিরুদ্ধে মামলা স্থগিত করলেন হাইকোর্ট

ইনকিলাবের সম্পাদকের বিরুদ্ধে মামলা স্থগিত করলেন হাইকোর্ট

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

জাতীয় দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানহানি মামলা স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৩মে) বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জন্য মামলা স্থগিত করে রুল জারি করেছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ্য আইনজীবী মোঃ মনজিল মোর্শেদ।

এই আদেশের বিষয়টি নিশ্চিত করে এই আইনজীবি জানান, গত বছরের ৩১অক্টোবর “ঋণের নামে হাতিয়েছে ১০হাজার কোটি টাকা” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাবের পাতায়। এ ঘটনা সংক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জনৈক মুরাদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনসহ প্রতিবেদককে বিবাদী করা হয়। এরপর দু’জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।

ইনকিলাব সম্পাদক জামিন নিয়ে হাইকোর্টে মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আজ রুল জারি করে মামলাটি ছয় মাসের জন্য স্থগিত করেন বিজ্ঞ আদালত।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights