আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আইসিসির-২০২২ পুরস্কার পেলেন মিরাজ

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২২ মে ২০২৩ @ ০২:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ মে ২০২৩@০২:৩৩ অপরাহ্ণ
আইসিসির-২০২২ পুরস্কার পেলেন মিরাজ

বিডিহেডলাইন্স ডেস্ক-

ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স আর তুলনাহীন খেলার সুবাদে ২০২২সালে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাই স্মারক হিসেবে স্বীকৃতি ক্যাপ হাতে পেয়েছেন মিরাজ।

আজ সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আইসিসির পক্ষ থেকে পাঠানো সেই স্মারক হাতে নিয়ে ছবি পোস্ট করে আলোড়ন তুলেছেন মিরাজ। ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে মিরাজ লিখেছেন- “আইসিসিকে ধন্যবাদ, ২০২২সালে আমার পারফরমেন্সকে স্বীকৃতি দেয়ার জন্য।”

২০২২সালে ১৫টি ম্যাচ খেলে ৬৬গড়ে ৩৩০রান এবং ২৮.২০গড়ে ২৪উইকেট নেন। বাংলাদেশের ভবিষ্যত ক্রিকেট তারকা হিসেবে বিবেচিত মিরাজ।

ওয়ানডে’তে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের ক্ষেত্রে তার পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এমনকি ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে মিরাজের নৈপূণ্য ও দক্ষতা। ওই সিরিজেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন মিরাজ।
মিরাজের সেঞ্চুরি এবং দায়িত্বপূর্ণ ৩৮রানের অপরাজিত ইনিংসের সুবাদে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ। সেই সাথে প্রতিবেশী ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের স্বাদ নেয় দেশী টাইগাররা। মূলত ভারতের বিপক্ষে তার অসাধারণ পারফরমেন্সই বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেতে মিরাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ক্রিকেট জগতে সাফল্যের স্বাক্ষর এঁকেছেন বারবার

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights