আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আটকে পড়া ১৪০ হজযাত্রী সৌদি যাচ্ছেন আজ

  • In ধর্ম
  • পোস্ট টাইমঃ ২২ মে ২০২৩ @ ০১:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ মে ২০২৩@০৬:৫৮ পূর্বাহ্ণ
আটকে পড়া ১৪০ হজযাত্রী সৌদি যাচ্ছেন আজ

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

এ বছরের হজ যাত্রার প্রথম দিনে (২১ তারিখ) ভিসা জটিলতায় সৌদি আরব যেতে পারেননি ১৪০ জন। এ নিয়ে সংশ্লিষ্ট এজেন্সিও কোনো তাৎক্ষণিক সমাধান দিতে পারেনি।
তবে গতকাল রাতে সৌদি দূতাবাস তাদের ভিসা দিয়েছে।
ভিসা জটিলতায় আটকে পড়া এসব হজযাত্রী সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। বিকেলের ওই ফ্লাইটে যাবেন ১৩৮ জন। বাকি দু’জন যাবেন পরের ফ্লাইটে।
এ বিষয়ে জানতে চাইলে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করা ভুক্তভোগী হজযাত্রী মো. আবু তালেব বলেন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। শেষ পর্যন্ত সৌদি আরব যেতে পারছি। গতকাল আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি হজটা যাতে করতে পারি। আল্লাহ সেই ডাকে সাড়া দিয়েছেন।
এদিকে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, হজ যাত্রার দ্বিতীয় দিনে আজ মোট ৩ হাজার ৫৩৭ জন সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ ফ্লাইটে যাবেন ২ হাজার ৭৭৭ জন এবং সৌদিভিত্তিক এয়ারলাইন্স ফ্লাইনাসের দুটি ফ্লাইটে যাবেন ৭৬০ জন যাত্রী।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights