আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

এখনও সব শেষ হয়নি: সাকিব

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২৩ অক্টোবর ২০২৩ @ ০৭:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ অক্টোবর ২০২৩@০৭:০৬ অপরাহ্ণ
এখনও সব শেষ হয়নি: সাকিব

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন যে বিশ্বকাপে তাদের প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরে যাওয়া সত্ত্বেও তার দল একটি অপরিবর্তনীয় পরিস্থিতির মধ্যে নেই এবং মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের মাধ্যমে গতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য রয়েছে।

“দক্ষিণ আফ্রিকা তাদের চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে। তারা ভালো অবস্থানে আছে। কিন্তু তার মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে,” সাকিব আজ মুম্বাইয়ে একটি প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে বলেন, যা ছিল অলরাউন্ডারের। বিশ্বকাপে টাইগাররা ভারতে আসার পর মিডিয়ার সাথে প্রথম আলাপ।

ট্রলারে তিনটি হারলেও, টাইগাররা পয়েন্ট টেবিলের নীচের অর্ধে এগিয়ে রয়েছে এবং কাঙ্ক্ষিত শীর্ষ চার থেকে দুই স্থান দূরে রয়েছে।

সংবাদ সম্মেলনে সাকিব সেদিকে ইঙ্গিত করে বলেন, টুর্নামেন্টে তার দলের এখনও অনেক কিছু খেলার আছে।

“আমাদের পাঁচটি ম্যাচ বাকি আছে। আগামীকাল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমরা যদি সেটি জিততে পারি, তাহলে আমরা আমাদের গতি ফিরে পাব এবং খুব ভালো অবস্থানে থাকব।

“যদিও আমরা অনেক ম্যাচ জিততে পারিনি, তবুও পয়েন্ট টেবিলে আমাদের অবস্থান খুব একটা খারাপ নয়। অন্য দলগুলো আমাদের সাহায্য করছে। এখন নিজেদের সাহায্য করা আমাদের দায়িত্ব।”

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights